পোরশায় ইসলামী আন্দোলনের ত্রাণ সামগ্রী বিতরণ
নওগাঁর পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়েছে | আজ শুক্রবার দুপুরে উপজেলার পোরশা গোবরাকুড়ি মাদ্রাসা এলাকা থেকে পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয় |
ইসলামী আন্দোলন বাংলাদেশ পোরশা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব তৈয়ব শাহ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পোরশার কৃতিসন্তান মুফতি আব্দুল মাতিন সাহেব | বিশেষ অতিথির বক্তব্য রাখেন পোরশার কৃতিসন্তান মুফতি ফিরোজ আহমদ শাহ, সমনগর মাদ্রাসার মহাদেশ হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব | এসময় উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: