শাজাহানপুরে মারা যাওয়া বৃদ্ধ করোনায় আক্রান্ত ছিলেন না
বগুড়ার শাজাহানপুর উপজেলায় করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা মোহাম্মাাদ আলী প্রামানিক (৭০) করোনায় আক্রান্ত ছিলেন না। ফলে লকডাউন প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা পারভীন এই তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাহী কর্মকর্তা মাহমুদা পারভীন জানান, করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা মোহাম্মাাদ আলী প্রামানিকের নমুণা পরীক্ষার রিপোর্টে নেগেটিভ এসেছে। ফলে লকডাউন প্রত্যাহার করা হয়েছে।
প্রসঙ্গতঃ বেতগাড়ী মধ্যপাড়ার মৃত কাজেম উদ্দিন প্রামানিকের পুত্র মোহাম্মাদ আলী প্রামানিক নামে এক বৃদ্ধ দীর্ঘদিন যাবদ শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। গত শনিবার রাত ১০টার দিকে বেতগাড়ী এলাকায় নিজ দোকানে তিনি মারা যান। এনিয়ে স্থাানীয়দের মাঝে সন্দেহ দেখা দিলে খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ওই এলাকার ১০ দোকান ও পার্শ্ববর্তি এক বাড়ি লকডাউন ঘোষনা করেন এবং মৃত ব্যক্তির নমুণা সংগ্রহ করে পরীক্ষায় পাঠান। নমুণা পরীক্ষায় নেগেটিভ হওয়ায় লকডাউন প্রত্যাহার করা হয়।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি