বগুড়া জেলা আওয়ামী লীগের ত্রাণ কমিটি গঠন
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দুস্থ, অসহায়, দরিদ্র ও কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনার প্রেক্ষিতে বগুড়া জেলা আওয়ামী লীগের ত্রাণ কমিটি গঠন করা হয়েছে।
বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুকে আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুকে সদস্য সচিব করে ২৪ সদস্য বিশিষ্ট ত্রাণ কমিটি গঠন করা হয়। যাতে জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদক কে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় টেম্পল রোডস্থ দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সভাশেষে এ কমিটি গঠন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দুস্থ, অসহায়, দরিদ্র ও কর্মহীন হয়ে পড়া মানুষের সঠিক তালিকা প্রণয়ন, স্বাস্থ্য-বিধি মেনে জনগণকে সচেতন করা, নিজস্ব অর্থায়নে ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখা এবং এসব কাজে সার্বিকভাবে প্রশাসনকে সহযোগিতা করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য ত্রাণ কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি