দাউদকান্দিতে ঘুরে ঘুরে খাদ্যসামগ্রী বিতরণ
করোনার প্রভাবে কর্মহীন হতদরিদ্রদের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন। গত বৃহস্পতিবার দুপুরে ভ্যান গাড়িতে করে উপজেলার মালিগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেন তিনি।
ঢাকা উত্তরা ক্লাবের সাবেক সভাপতি মালিগাঁও ইউনিয়নের তালেরছেও গ্রামের ইমরুল আনোয়ার লিটনের অর্থায়নে এবং সোয়েব মিয়ার তত্ত্বাবধানে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
করোনায় নিম্ন আয়ের কর্মহীন মানুষকে সহযোগিতায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। আর একই ব্যক্তি যেন বার বার ত্রাণ না পায় সে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান উপজেলা চেয়ারম্যান। একই দিন সকালে উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে মন্ত্রণালয়ের বরাদ্দকৃত সরকারি চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ। তবে চাহিদার তুলনায় কম বলে জানান তিনি।

অনলাইন ডেস্ক