কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে
বগুড়ার কাহালুর কালাই ঘোনপাড়ায় ১৫০ জন কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। যুবলীগনেতা পিএম আরিফুল ইসলাম সাজু ও সোহেল খন্দকারের উদ্যোগে ঐ এলাকার মানুষের মাঝে চাল, ডাল, ছোলাবুট, সয়াবিন তেল প্রদান করা হয়। অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু।
এসময় বগুড়া প্রেসকাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান সিজু, যুবলীগ নেতা সাব্বির আহম্মেদ স্মরন, লিটন রহমান, কালাই ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শামীম খন্দকার, সাইদুল ইসলাম হাসু, সোহেল খন্দকার, আবুল কালাম আজাদ, রবিউল ইসলাম প্রমুখ।
এসময় বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে হবে। সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তিনি সবাইকে নিয়মিত হাত ধোয়া সহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

প্রেস বিজ্ঞপ্তি