নড়াইলে আরও ৩ করোনা রোগী শনাক্ত
নড়াইলে জেলা প্রশাসকের সিএ মো. দুলাল হুসাইনসহ ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে লোহাগড়া উপজেলার ২ জন রয়েছেন। এ নিয়ে জেলায় ৪ চিকিৎসকসহ বর্তমানে মোট ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী রয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল মোমেন।
তিনি জানান, জেলায় মোট ১৯২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর পাঠানো হয়েছিল।
আজ রোববার সকাল পর্যন্ত মোট ৯১টি নমুনার ফলাফল পাওয়া গেছে। এরমধ্যে ৪ জন চিকিৎসক ও জেলা প্রশাসকের সিএসহ ৯ জনের করোনা ভাইরাসের নমুনা পজিটিভ এসেছে।
এ নিয়ে জেলায় মোট ১০ জনের করোনা শনাক্ত হলো। এরমধ্যে প্রথম করোনা আক্রান্ত লোহাগড়া উপজেলার পারছাতরা গ্রামের সৈয়দ সুজনকে ইতোমধ্যে করোনামুক্ত ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা তার সিএ’র করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

অনলাইন ডেস্ক