শরীয়তপুরে আরও ৭জন করোনা রোগী শনাক্ত
শরীয়তপুরে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৭জন। এ নিয়ে জেলা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১ জানে।
জানা যায়, এরমধ্যে নড়িয়ায় নতুন করে আরও ৪ জন, ভেদরগঞ্জে প্রথমবারের মতো ২ জন ও জাজিরায় নতুন করে আরও ১জন শনাক্ত হয়েছে। এর মধ্যে চামটা ইউনিয়নে ২, বিঝারী ইউনিয়নে ১ ও নওপাড়া ইউনিয়নে ১ জন।
এছাড়া নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের এক ব্যক্তি ঢাকায় আক্রান্ত হয় এবং গত ৪ এপ্রিল ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতাল মৃত্যু হয়।
শরীয়তপুর জেলা সিভিল সার্জনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শরীয়তপুর জেলা স্বাস্থ্য অধিদপ্তরের করোনা কন্ট্রোল রুমের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ফোকাল পার্সন ডা. মো. আবদুর রশিদ জানান, নড়িয়া উপজেলায় আরও ৪ জন, ভেদরগঞ্জ উপজেলায় প্রথমবারের মতো ২ জন ও জাজিরা উপজেলায় আরও ১ জনসহ মোট সাত ৭ জনের নমুনা পরীক্ষার ফলাফল কোভিড-19 পজিটিভ এসেছে।
তাদের মধ্যে চারজন নারী এবং তিনজন পুরুষ; ১৭ থেকে ২৫ বছর বয়সের পাঁচজন এবং ৩৫ থেকে ৪৫ বছর বয়সের দুইজন। এ নিয়ে বর্তমানে শরীয়তপুর জেলায় নমুনা পরীক্ষায় কোভিড-19 রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বিশ (২০) জন।
এছাড়া নড়িয়ার একজন আক্রান্ত রোগী গত ৪ এপ্রিল ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতাল মৃত্যু হয়। সে দিক থেকে শরীয়তপুরে আক্রান্তের সংখ্যা ২১।
জেলা সিভিল সার্জন এসএম আব্দুল্লাহ আল মুরাদ বলেন, আজ জেলায় নতুন করে আরও সাতজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরা বেশিরভাগই শরীয়তপুরের বাহিরের বিভিন্ন আক্রান্ত জেলা থেকে আসছেন।
এদের সবাইকে নিজ নিজ বাড়িতে রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। এর আগেও যারা আক্রান্ত হয়েছে এর মধ্যে একজন ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং বাকিরা যার যার বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন, সেখানে তাদেরকে আমাদের চিকিৎসক টিম সার্বক্ষণিক চিকিৎসা দিয়ে যাচ্ছেন।

অনলাইন ডেস্ক