লকডাউনে কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছেন যুবলীগ নেতা
করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবে সমগ্র দেশকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষনা করেছে। দিন দিন এর প্রভাব ছড়িয়ে পড়ছে বিশ্বের প্রায় সবদেশে।করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বগুড়ার শাজাহানপুর উপজেলায় লকডাউন এর কারণে মানবেতর জীবন যাপন করছে সমাজের নিম্ন আয়ের অনেক পরিবার।করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক বাদশা আলমগীর।
শনিবার উপজেলার মাঝিড়া ইউনিয়নের ২ ও ৩নং ওয়ার্ড এলাকায় কর্মহীন পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে খাদ্যসামগ্রী তুলে দেন শাজাহানপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভি পি এম সুলতান আহম্মেদ।
এসময় সামাজিক দুরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন উপজেলা ছাএলীগের প্রতিষ্ঠাতা সাবেকসভাপতি নুরনবী তারেক, আওয়ামীলীগ নেতা সাজু আহম্মেদ, আবুজাফর মণ্ডল, উপজেলা যুবলীগ নেতা ইমাম হোসেন, মাঝিড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম, জেলা ছাএলীগ নেতা সেলিম রেজা,নাজগীর হোসেন নিপন, উপজেলা ছাএলীগ নেতা রায়হান সরদার, গোলাম রববানী নিহান, ইসমাইল হোসেন প্রমুখ।
বাদশা আলমগীর জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় নিজ অর্থায়নে উপজেলার ডোমনপুকুর এলাকায় ২ শত কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতারণ করেছি। তিনি আরো জানান, করোনা প্রাদুর্ভাবে শুরুতে সাবান,মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতারণ করি। নিজ নিজ এলাকায় মানুষদের সচেতন করার পাশাপাশি বিত্তবানদের এই দুর্যোগ সময়ে ত্রান সামগ্রী নিয়ে অসহায়দের পাশে দাড়ানোর আহবান জানান

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ