গোবিন্দগঞ্জে বিএনপি'র পক্ষ হতে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ
মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসের প্রভাবে গাইবান্ধার গোবিন্দগঞ্জে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিএনপি।
শনিবার দুপুরে গুমানীগঞ্জ ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বালুভরা এলাকার পাঁচশত অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক করিব আহমদ উপস্থিত থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মাঝে ছিল চাল, ডাল, তেল, লবণ, সাবান ও বিভিন্ন ধরণের সবজি।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, সদস্য পারভেজ চৌধুরী, গুমানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাতাব উদ্দিন সওদাগার, সাধারণ সম্পাদক গোলাম নবী জুয়েল, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রিপন, ইউনিয়ন বিএনপির নেতা হেলাল মেম্বর, শহিদুল ইসলাম, থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হাসানুল ইসলাম রিপন, সাবেক ছাত্রনেতা আনামত আলী, উপজেলা ছাত্রদলের কো আহবায়ক আব্দুল মজিদ সরকার, আতিকুর রহমান রতন, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান হিটলু, শাহীনুর রহমান শিবলু, সদস্য নুর আলম প্রধান, শাহীনুর ইসলাম সাদ্দাম, সজীব প্রধান, পৌর ছাত্রদল নেতা আতিক হাসান জীবন। স্থানীয় নেতৃবৃন্দের মাঝে সাইদুর মাস্টার, বাবুল আহম্মেদ ও মামুন মিয়া সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন

গোবিন্দগঞ্জ গাইবান্ধা প্রতিনিধি