ভ্যান গাড়িতে ইফতার ও খাদ্য সামগ্রী নিয়ে ছুটছেন উপজেলা চেয়ারম্যান
পবিত্র মাহে রমজানের প্রথম দিনে ভ্যান গাড়িতে ইফতার ও খাদ্য সামগ্রী নিয়ে কর্মহীন অসহায় মানুষের বাড়ি বাড়ি ছুটছেন শাজাহানপুর উপজেলার পরিষদ চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন (ছান্নু)।
শনিবার শাজাহানপুর উপজেলা পরিষদ থেকে ভ্যান গাড়িতে ইফতার ও খাদ্য সামগ্রী নিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে রমজানের উপহার বিতারণ করেন তিনি ।
করোনা পরিস্থিতি শুধু দেশই নয় গোটা বিশ্বকে থমকে দিয়েছে। চলমান লকডাউনে এদেশের কর্মহীন কোটি কোটি মানুষ আজ দিশেহারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে দেশের কর্মহীনদের পাশে দাঁড়াতে।
এই নির্দেশনার পর থেকে কর্মহীনদের মাঝে সহায়তা অব্যহত রেখেছেন উপজেলা চেয়ারম্যান।
তার এখন প্রতিদিনের রুটিন সকাল হলেই খাবার সামগ্রী নিয়ে ছুটে চলা। গ্রাম থেকে গ্রামে কাদামাটি সড়ক হলেও পায়ে হেটে চলছেন মাইলের পর মাইল পথ। খাবার সামগ্রী তুলে দিচ্ছেন কর্মহীনদের হাতে। তার লক্ষ্য কোন একজন মানুষও যেন অভূক্ত না থাকে।
সরকারি বরাদ্দ পাননি। তারপরও নিজ অর্থায়নে ট্রাক ভর্তি সবজি, তিনহাজার কর্মহীনের খাবার, স্যানিটাইজ, মাস্কসহ জীবানুনাশক বিতরণ করেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু বলেন, সরকারের বরাদ্দ নেই উপজেলা পরিষদের অনুকূলে। কিন্তু সাধারন মানুষ তো ভোট দিয়েছেন আমাকে। মহমারির এই সময় তাদের পাশে থাকাটা আমার নৈতিক দায়িত্ব। প্রধানমন্ত্রীও তার নিজের থেকে উপহার সামগ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে কর্মহীনদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন।
তিনি বলেন, ঘরে বসে থাকার যুদ্ধে সবাইকে সহযোগীতায় এগিয়ে আসতে হবে। তাহলেই আমরা ভালো আর সুস্থ্য থাকবো। আর দ্রুত সময়ের মধ্যে সুদিন আবার ফিরে পাবো। ইনশাল্লাহ।

শাজাহানপুর (বগুড়া)