শিশুর পুষ্টির জন্য হিলিতে ডিম বিতরণ
প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মানুষ আজ ঘরবন্দি। বাড়ি থেকে প্রয়োজন ছাড়া কেউ বের হতে পারছে না। কর্মহীন হয়ে পড়েছে মানুষ।তাই অসহায় হতদরিদ্র পরিবারের শিশুস্বাস্থ্য উন্নতির লক্ষে দিনাজপুরের হাকিমপুরে (হিলি) দুস্থ, অসহায়, কর্মহীন পরিবারের মাঝে ডিম বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।
আজ রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলা চত্তরে ৩৬০০ পরিবারের মাঝে ১০ টি করে ডিম বিতরণ করেন তিনি।চেয়ারম্যান হারুন উর রশিদ হরুন বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, করোনার কারনে মানুষ আজ কর্মহীন হয়ে পড়েছে। অনেক পরিবার আছে যারা ত্রাণসামগ্রীর উপর নির্ভর করে চলেছে। কর্মহীন থাকায় তারা কোন উপার্জন করতে পারছে না। তাদের বাড়িতে প্রায় শিশু বাচ্চা রয়েছে। শিশুদের পুষ্টির কথা ভেবে আমার এই উদ্যোগ।তিনি আরও বলেন, যে সব পরিবারে মধ্যে শিশু-কিশোররা বেশি রয়েছে ঐসব পরিবারগুলোকে আমরা এই পুষ্টিকর খাবার বিতরণ করছি।

হিলি (দিনাজপুর) প্রতিনিধি