বগুড়ায় যুবদলের সাবেক নেতাদের পবিত্র রমজানের শুরুতে ত্রাণ বিতরণ
বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপে সমাজের নিম্নমধ্যবিত্ত মানুষগুলো খাদ্য সংকটসহ নানা সমস্যায় পড়েছে। দূর্যোগ মোকাবেলায় যে যার মত করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি ও কাউন্সিলর সিপার আল বখতিয়ারের নির্দেশনায় যুবদলের সাবেক নেতাকর্মীরা রমজানের শুরুতেই শতাধিক ত্রান সামগ্রী বিতরণ করেছেন। রোববার রাতে বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, আটা, ছোলা, আলু, লবন, তেলসহ নিত্যপ্রয়োজনিয় ত্রাণসামগ্রী প্যাকেট করে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সদস্য সঞ্জয় কুমার রায়, মমিনুল ইসলাম মমি, পায়েল ইসলাম, সবুজ শেখ প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক