কাহালুতে দরিদ্র শিক্ষকদের মাঝে নগদ অর্থ বিতরণ
সোমবার ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার কাহালু মডেল রিসোর্স সেন্টার কাম অফিস কার্যালয়ে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত হত-দরিদ্র মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদেরকে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি’র নির্দেশনায় বগুড়ার উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক-১ এর মাধ্যমে প্রাপ্ত যাকাতের নগদ অর্থ ১১জন হত-দরিদ্র মউশিক শিক্ষকদের মাঝে বিতরণ করা হয়।
উক্ত নগদ অর্থ বিতরণ করেন ইসলামিক ফাউন্ডেশন কাহালু উপজেলার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কাহালু ও সোনাতলা উপজেলার দায়িত্বপ্রাপ্ত ফিন্ড সুপার ভাইজার আলহাজ্ব মুহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, কাহালু মডেল প্রেসকাবের সাধারণ সম্পাদক এম এ মতিন, ইসলামিক ফাউন্ডেশন কাহালু মডেল রিসোর্স সেন্টার কাম অফিসের কেয়ারটেকার আব্দুল বারী আকন্দ সহ ইসলামিক ফাউন্ডেশনের হত-দরিদ্র মউশিক শিক্ষকবৃন্দ।

কাহালু (বগুড়া) প্রতিনিধি