গর্ভবতী ও প্রসূতি মায়েদের পাশে দাঁড়ালো উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি
গর্ভবতী ও প্রসূতি মায়েদের পাশে খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়ালো উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি। কমিউনিটি ক্লিনিকে সেবা নেয়া হতদরিদ্র গর্ভবতী ও প্রসূতি ১০০ জন মায়ের হাতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সোমবার (চাল, ডাল, পিয়াজ, আলু, লবন ও তেল) খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আবু শফি মাহমুদ, উপজেলা জাপা আহ্বায়ক ও এমপি প্রতিনিধি রেজাউল আলম স্বপন প্রমুখ।
করোনা মোকাবেলায় গর্ভবতী ও প্রসূতি মায়েদের যাতে পুষ্টির ঘাটতি দেখা না দেয় সে জন্য উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি উপজেলার ১০০ হতদরিদ্র গর্ভবতী ও প্রসূতি মায়েদের এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধি