কাহালু উপজেলার বিভিন্ন হাট ও বাজারে মনিটরিং করলেন ইউএনও
পবিত্র মাহে রমজান মাস ও করোনা ভাইরাস (কোভিড-১৯) এর অজুহাতে কোন ব্যবসায়ী নিত্যপণ্যের দাম বেশি না নেয় এবং সামাজিক দুরত্ব বাজায় রাখতে সোমবার বগুড়ার কাহালু পৌরসভা সহ উপজেলার বিভিন্ন হাট-বাজারগুলোতে মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম, কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহাম্মদ যাকারিয়া রানা সহ থানা পুলিশের সদস্যবৃন্দ। কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান বলেন, আমরা খুব শ্রীঘ্রই কাহালু পৌরসভা ও উপজেলার সকল হাট-বাজারগুলোতে অভিযান চালাবো। কোন ব্যবসায়ী নিত্যপণ্যের অযৌক্তিক দাম বাড়ালে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কাহালু (বগুড়া) প্রতিনিধি