শাজাহানপুরে সরকারি ভুর্তুকি মূল্যে ধান কাটার কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ
বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুইজন কৃষকের মাঝে সরকারি ভুর্তুকি মূল্যে ধান কাটার কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।
কৃষকেরা হলেন, উপজেলার কাঁটাবাড়িয়া দক্ষিনপাড়ার শহিদুল ইসলাম এবং লতিফপুর এলাকার নাহিজুল ইসলাম।
রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভীনের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু প্রধান অতিথি হিসেবে মেশিনের চাবি হস্তান্তর করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা। অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা নুরে আলম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা উম্মে হাবিবা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুম কবির, উপ-সহকারি উদ্ভিদ সংরণ কর্মকর্তা ছায়দুর রহমান সহ বিভিন্ন ব্লকের দায়িত্বরত উপ-সহকারি কৃষি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন ।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, প্রতিটি কম্বাইন হারভেস্টার মেশিনের মূল্য ২৮ লাখ টাকা। কৃষি মন্ত্রণালয়ের পরিচালন বাজেটের আওতায় উন্নয়ন সহায়তার (সরকারি ভুর্তুকি) মাধ্যমে ক্রয়কৃত হারভেষ্টার মেশিন সরকারের ৫০ শতাংশ ভুর্তুকিতে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। এই মেশিনের মাধ্যম ঘন্টায় এক একর জমির ধান ধান কাটা, মাড়াই ও বস্তাবন্দি করা যাবে বলেও জানান কৃষি অফিস।

শাজাহানপুর( বগুড়া) প্রতিনিধি