হিলিতে গ্রাম পুলিশের বিরুদ্ধে ফেন্সিডিল আত্মসাতের অভিযোগ
দিনাজপুরের হাকিমপুর উপজেলার মোকামদহ গ্রামে এক গ্রাম পুলিশের বিরুদ্ধে ভারতীয় ফেন্সিডিল আটকের পর আত্মসাত করার অভিযোগ উঠেছে। পরে আটককৃত ফেন্সিডিলের মধ্যে ২৮ বোতল ফেন্সিডিল দিয়ে দুই চোরাকারবারীকে পুলিশে দেওয়া হয়েছে। গত ২১ এপ্রিল এই ঘটনা ঘটে। এনিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে মোকামদহ গ্রামে গেলে স্থানীয় বাসিন্দা এরশাদুল হক, জালাল হোসেন, ও ফরিদুল ইসলাম সহ একাধিক লোকজন রাইজিংবিডিকে জানান, গত ২১ এপ্রিল দুপুরের দিকে দুইজন যুবক মটরসাইকেল নিয়ে গ্রামের রাস্তা দিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল। এসময় গ্রাম পুলিশ রজব আলী গ্রামের এক পল্লী চিকিৎসকের সহযোগিতায় আটক করে তাদের কাছ থেকে ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এর কিছুক্ষণ পর গ্রাম পুলিশ রজব হাকিমপুর থানায় খবর দেই। পরে থানা থেকে এসআই মোবারক হোসেন আসে। পরে আমরা বিভিন্ন ভাবে জানতে পারি গ্রাম পুলিশ ২৮ বোতল ফেন্সিডিল দিয়ে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাহলে বাকী ৪৭ বোতল ফেন্সিডিল গেল কোথায়?
গ্রামের পল্লী চিকিৎসক এমদাদুল হোসেন জানান, দুই চোরাকারবারীকে আটক করে আমার দোকানে রাখা হয়েছিল ঠিকই কিন্তু আমি ফেন্সিডিল গনণা করা দেখিনি। তবে গ্রাম পুলিশ রজবের মুখে শুনেছি ৩০ থেকে ৩৫ বোতলের মত নাকি ছিল।
এবিষয়ে জানতে চাইলে গ্রাম পুলিশ রজব আলী সাংবাদিকদের বলেন, ২১ এপ্রিল বগুড়ার দুইজনকে ৩০ বোতল ফেন্সিডিল ও মোটরসাইকেল সহ আটক করি। পরে ২৮ বোতল ফেন্সিডিল ও মোটরসাইকেলসহ থানার এসআই মোবারক হোসেনের কাছে তাদের হস্তান্তর করি। ওই সময় ২ বোতল ফেন্সিডিল কে বা কারা খেয়ে ফেলেছে বলতে পারব না। ৭৫ বোতল ফেন্সিডিল আটকের কথা তিনি অস্বীকার করেন।
হাকিমপুর থানার এসআই মোবারক হোসেন বলেন, গ্রাম পুলিশ রজব আলী আমাকে ফোনের মাধ্যমে বিষয়টি জানালে আমি ফোর্স নিয়ে সেখানে যায়। পরে ২৮ বোতল ফেন্সিডিল ও ১টি পুরাতন মটর সাইকেল সহ বগুড়ার গাবতলী উপজেলার সুলতানপুর গ্রামের আব্দুল গাফফার মিয়ার ছেলে নুর ইসলাম (৪০) এবং একই উপজেলা ও গ্রামের আদর আলীর ছেলে সাগর হোসেন (১৮) কে আটক করে থানায় আনি। এঘটনায় তাদের আসামী করে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। সেখানে ৭৫ বোতল ছিল কিনা জানি না।
এদিকে উপজেলার আলীহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে থাকা প্যানেল চেয়ারম্যান আব্দুর রহিম জানান, শুনেছি ফেন্সিডিল আটক নিয়ে ঝামেলা হয়েছে। এরপর আর কি হয়েছে আমি জানি না। কেউ আমাকে বলেওনি।

হিলি (দিনাজপুর)