লকডাউনে ঘরবন্দী পরিবারে মাঝে খাবার পৌঁছে দিলেন উপজেলা চেয়ারম্যান
করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন করা বগুড়া শাজাহানপুর উপজেলার বি- ব্লক এলাকার করোনা পজিটিভ আক্রান্ত পরিবারের মাঝে খাবার পৌঁছে দেন শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
মঙ্গলবার সকালে করোনা ভাইরাস পজিটিভ পরিবার ও আশেপাশে লকডাউনে ঘরবন্দী ৮টি পরিবারের মাঝে ৭ দিনের খাদ্য সামগ্রী বিতারণ করেন।
গত ২৩ এপ্রিল উপজেলার বি -ব্লক এলাকায় ২৭ বছর বয়সী এক মহিলা করোনা পজিটিভ হওয়ার তার পরিবার সহ আশেপাশে কয়েকটি পরিবার কে লকডাউন করেন উপজেলা প্রশাসন।
লকডাউনে ঘরবন্দী পরিবার গুলো খাদ্য সংকটে মানবতর জীবন যাপন করছে এমন সংবাদের পর উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু ব্যক্তিগত অর্থায়নে পরিবার গুলোতে খাদ্য সামগ্রী পৌঁছে দেন।
এসময় সামাজিক দুরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মাষ্টার, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি