কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
জাতীয় পুষ্টি সপ্তাহ/২০২০ইং উপলক্ষ্যে মঙ্গলবার বগুড়ার কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের উদ্যোগে উপজেলার ৯টি ইউনিয়নের ৩’শ জন দুঃস্থ ও স্বেচ্ছাসেবীদের মাঝে পুষ্টি খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়। পুষ্টি খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ) ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহাম্মদ যাকারিয়া রানা, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ জাকিয়া সুলতানা, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইছাহাক আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের প্রধান অফিস সহকারি নওশের আলী প্রমূখ। উল্লেখ্য যে, জাতীয় পুষ্টি সপ্তাহ আগামী ২৯/০৪/২০২০ইং তারিখ পর্যন্ত চলবে।

কাহালু (বগুড়া) প্রতিনিধি