পঞ্চগড়ে আরো একজনের করোনা শনাক্ত: জেলায় মোট আক্রান্ত ৮
পঞ্চগড়ের বোদা উপজেলায় মঙ্গলবার আরো একজন করোনা শনাক্ত হয়েছে। তার বাড়ি বোদা উপজেলার বেংহারী গ্রামে। তিনি একজন নারী (৪০)। সম্প্রতি তিনি গাজীপুর থেকে ফিরেছেন। তিনি গাজীপুরে গার্মেন্টেসে কাজ করতেন। স্বাস্থ্য বিভাগ তার নমূনা সংগ্রহ করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তিনি হোম কোয়ারিন্টিনে ছিলেন। মঙ্গলবার সন্ধায় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেন।
এ নিয়ে পঞ্চগড় জেলায় আট জন করোনা শনাক্ত হলো। এর আগে তেঁতুলিয়ায় চারজন, দেবীগঞ্জে দুই জন, বোদাতে একজন আর ভারত থেকে ফেরা এক শিক্ষার্থী রয়েছেন।
সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জানান, সোমবার পর্যন্ত পঞ্চগড় জেলা থেকে মোট ৩৫০ জনের নমুনা পরীার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ২৪৫ জনের ফলাফল পাওয়া গেছে। এতে আটজনের করোনা পজেটিভ ফলাফল এসেছে। করোনা শনাক্তদের বাড়িতে এবং প্রাতিষ্ঠানিকভাবে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরা বর্তমানে সকলেই সুস্থ আছেন।
জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, করোনা পজিটিভ সবাই চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। প্রয়োজন অনুযায়ী যে কোন ব্যবস্থা নিতে আমরা প্রস্তুত আছি। তবে করোনার বিস্তার রোধে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।

পঞ্চগড় প্রতিনিধি