ঢাকা ফেরতদের পাশে হিলির মেয়র চলন্ত
প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গোটা বিশ্বসহ বাংলাদেশ আজ আতঙ্কিত। দেশের প্রায় জেলা উপজেলায় ঘোষিত হয়েছে লকডাউন। ঢাকা বা অন্য জেলা উপজেলা থেকে হিলির প্রবেশ পথে বাসানো হয়েছে প্রশাসনিক পোস্ট। বিশেষ করে ইতিপুর্বে যারা ঢাকা বা অন্যত্র থেকে দিনাজপুরের হিলিতে এসেছে তাদের পাশে দাড়িয়েছেন হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত। প্রতিনিয়ত তিনি তাদের বাড়ি বাড়ি গিয়ে সুপরামর্শ ও সার্বিক সহযোগীতা করছেন। সার্বক্ষনিক সকলকে হোম কোয়ারেন্টাইনে থাকার বিশেষ ভাবে অনুরোধ করছেন।
আজ বুধবার সকালে যে সব পৌর এলাকায় ঢাকা বা বাহির থেকে এসে অবস্থান করছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বিশেষ ভাবে অনুরোধ জানান তিনি।
হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত জানান, গত ২৭ এপ্রিল রাতে পৌর এলাকার নওপাড়া গ্রামে প্রথম একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। সেদিন রাতেই করোনা রোগীর বাড়িসহ আশপাশের ৬ টি বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে। আক্রান্ত রোগী ঢাকার না,গঞ্জ ফেরত।
করোনা ভাইরাস বিস্তাররোধে বাহির থেকে যারা হিলিতে প্রবেশ করেছে, তাদের প্রতি বিশেষভাবে নজরদারী রাখা হয়েছে এবং হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি নিজেই তাদের বাড়ি বাড়ি যাচ্ছি। করোনা সম্পর্কে তাদের অবগত করছি। তাদের সার্বিক সহযোগীতাসহ খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছি। করোনা ভাইরাস নির্মুল না হওয়া পর্যন্ত আমার এই পদক্ষেপ অব্যাহত থাকবে।

হিলি (দিনাজপুর)