পোরশায় ঢাকা ফেরত এক যুবকের করোনা শনাক্ত
নওগাঁর পোরশায় এই প্রথম ঢাকা ফেরত পঁচিশ বছর বয়সের এক যুবকের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে | করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির বাড়ি পোরশা উপজেলার নিতপুর গ্রামে | বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহবুব হাসান |
জানা গেছে, আক্রান্ত যুবক এক সপ্তাহ পূর্বে ঢাকা গাজিপুর থেকে বাড়ি আসছিলেন | বাড়ি ফিরে কোন উপসর্গ দেখা না গেলেও তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছিল |
পরীক্ষার রিপোর্ট বুধবার পজেটিভ আসে |বর্তমানে তাকে পোরশা সরকারী কলেজে অস্থায়ীভাবে স্থাপিত আইসোলেশন কেন্দ্রে রাখা হয়েছে | উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহবুব হাসান জানান, করোনা পজিটিভ ব্যক্তির কোনো উপসর্গ বা সিমটম নেই | পরীক্ষার রিপোর্টে তার করোনাভাইরাস ধরা পড়েছে | আমরা তাকে আপাতত আইসোলেশন রেখেছি এবং তাকে সুস্থ করে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি |

পোরশা(নওগাঁ)প্রতিনিধিঃ