সাপাহারে বিদ্যুৎপৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত
নওগাঁর সাপাহার উপজেলা সদরে বিদ্যুতায়িত হয়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।
এলাকাবাসী সুত্রে জানাগেছে বুধবার সকাল ৯টার দিকে সাপাহার সদরের সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসার পাশে জৈনক আতিবর এর বাসায় নির্মাণ শ্রমিক জাহাঙ্গীর (৩৮) রাজমিস্ত্রীর কাজ করছিলো। নির্মান কাজে পানি সরবরাহ নিতে বৈদ্যুতিক মোটরে বিদ্যুত সংযোগ দিতে গিয়ে অসাবধানতা বসত পা পিছলে বিদ্যুতের তারের উপর পড়ে বিদ্যুতায়িত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।
নিহত জাহাঙ্গীর আলম উপজেলার পাতাড়ী ইউনিয়নের শিমূলডাঙ্গা (রামাশ্রম) গ্রামের রমজান আলীর ছেলে বলে জানা গেছে।

সাপাহার(নওগাঁ) প্রতিনিধি: