হাকিমপুরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার
দিনাজপুরের হাকিমপুরে (হিলি) ঝুলন্ত অবস্থায় আব্দুর রাজ্জাক (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ বুধবার দুপুরে পালপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
হাকিমপুর থানার ওসি তদন্ত মাহাবুবুর রহমান সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশটি দেখতে পাই। ময়না তদন্তের পর রহস্য জানা যাবে আসলে এটি হত্যা নাকি আন্তহত্যা। ময়না তদন্তের জন্য লাশটিকে দিনাজপুর মেডিক্যাল কলেজে প্রেরণ করা হয়েছে।

হিলি (দিনাজপুর)