বগুড়ায় অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার উদ্ধার, ১লক্ষ টাকা জরিমানা
বগুড়ায় অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজারের উৎপাদন ও বাজারজাতকরণের খবর পেয়ে আজ বুধবার র্যাব বগুড়া ক্যাম্পের সদস্যরা শহরের মাটিডালি এলাকার একটি কারখানা ও ঝাউতলা সড়কে ওষুধের মাকের্টে অভিযান চালায়। এই অভিযানকালে অনুমোদনহীন বিপুল পরিমান হ্যান্ড স্যানিটাইজারের উদ্ধার করা হয়।
পরে র্যাবের ভ্রাম্যমান আদালতের পক্ষ থেকে অবৈধভাবে হ্যান্ড স্যানিটাইজারের উৎপাদন ও বাজারজাতকরণের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক (মোস্তাকিন দোলন) –এর বিরুদ্ধে ১লক্ষ টাকা জরিমানা করা হয়।

অনলাইন ডেস্ক