কাহালুতে করোনা রোধে ও নিত্যপণ্যের দাম ন্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত
পবিত্র মাহে রমজান মাস ও করোনা ভাইরাস (কোভিড-১৯) এর অজুহাতে কোন ব্যবসায়ী নিত্যপণ্যের দাম বেশি না নেয় এবং সামাজিক দুরত্ব বাজায় রাখতে বুধবার বগুড়ার কাহালুর জামগ্রাম হাট সহ বিভিন্ন হাট বাজারগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান।
কাহালুর বীরকেদার ইউনিয়নের শেখাহারে নোংড়া পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির সময় কারখানার মালিক আব্দুল মান্নানের ৫ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালত জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর আলম (কামাল), কাহালু থানার এস আই মো. আশিকুর রহমান (আশিক) সহ থানা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।
কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান জানান, কাহালু উপজেলায় যোগদানের পর থেকে গণ-প্রজাতন্ত্রের একজন সেবক হিসেবে অর্পিত দায়িত্ব পালন করছি মাত্র। পবিত্র মাহে রমজান মাস ও করোনা ভাইরাস (কোভিড-১৯) এর অজুহাতে কোন ব্যবসায়ী নিত্যপণ্যের দাম বেশি না নেয় এবং সামাজিক দুরত্ব বাজায় রাখতে সরকারি নির্দেশনা মতে কাজ করে যাচ্ছি।
তিনি আরও জানান, কাহালু পৌরসভা ও উপজেলার সকল হাট-বাজারগুলোতে অভিযান অব্যাহত থাকবে। কোন ব্যবসায়ী নিত্যপণ্যের অযৌক্তিক দাম বাড়ালে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
চলমান করোনা পরিস্থিতি মোকাবেলা এবং পবিত্র মাহে রমজান মাসে নিত্যপণ্যের দাম ন্বাভাবিক পর্যায়ে রাখতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারি, পুলিশ বিভাগের কর্মকর্তা ও সাংবাদিক সহ অনেকে আমাকে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন। এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কাহালু (বগুড়া) প্রতিনিধি