নন্দীগ্রামে দোকান খোলা রাখা ও অবাধে চলাচল করায় ১২ জনের জরিমানা
বগুড়ার নন্দীগ্রামে দোকান খোলা রাখা ও অবাধে চলাচল করায় ১২ জনের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতারের ভ্রাম্যমাণ আদালত নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ জরিমানা করে। করোনাভাইরাস সংক্রমণ রোধে দোকান খোলা রাখতে ও অবাধে চলাচল করতে নিষেধাজ্ঞা দেয়া হয়। তা অমান্য করায় ১২ জনের ২ হাজার ৮ শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বেঞ্চ সহকারী ছিলেন ফেরদাউছ রহমান। তিনি এ বিষয়টি নিশ্চিত করেছে।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি