মাছের সাথে শত্রুতা!
বগুড়ার শাজাহানপুর উপজেলার গোবিন্দপুুর গ্রামে শত্রুতার জের ধরে পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ৫ লক্ষাধিক টাকার পোনা মাছ নিধন করেছে দূর্বৃত্তরা।
এঘটনায় বুধবার দুপুরে মাছ চাষি মোহন রানা বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
মোহন রানা জানান, তিন বছর আগে গোবিন্দপুর গ্রামের আরিফুর রহমান বাবুর নিকট থেকে দেড় লক্ষ টাকায় তার দুই বিঘা পুকুর পত্তন নিয়ে পাবদা মাছ চাষ শুরু করেন। বর্তমানে ওই পুকুরে দেড় লক্ষ পাবদা মাছের পোনা ছাড়া রয়েছে। বেশ কিছুদিন ধরে পুকুরের মালিক আরিফুর রহমান বাবুর সাথে ওই পুকুর নিয়ে দ্বন্দ শুরু হয়। পত্তনের টাকা ফেরত না দিয়ে পুকুর ফিরিয়ে নিতে জোরজবরদস্তি করে পুকুর মালিক। এরই জের ধরে দু’দিন আগে পুকুর মালিক আরিফুর রহমান বাবু ও তার লোকজন পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে সমস্ত পোনা মাছ মেরে ফেলে। এতে করে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এবিষয়ে অভিযুক্ত আরিফুর রহমান বাবুর সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।
শাজাহানপুর থানার এসআই রাম জীবন ভৌমিক জানান, অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি