বগুড়ায় ৪০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
বগুড়া শহরের জহুরুলনগর এবং শেরেবাংলা নগর এলাকার ৪০০ পরিবারের মাঝে লাইট হাউস এর খাদ্য সামগ্রী বিতরন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় লাইট হাউস প্রধান কার্য়ালয় এর সামনে থেকে’ বগুড়া শহরের জহুরুলনগর এবং শেরেবাংলানগর এলাকার ৪০০ দরীদ্র, অসহায়, কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী (চাউল-৪ কেজি, আটা-১ কেজি, আলু-২কেজি, মশুরডাল- ১কেজি, সোয়াবিন- ১/২ লিটার, মিষ্টিলাউ- ১টি(৩ কেজি) ও লবন- ১/২কেজি) বাড়ী বাড়ী গিয়ে বিতরন করা হয়।
বগুড়া সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু সাঈদ মো: কাওসার রহমান, বগুড়া পৌরসভার প্যানেল মেয়র-১ এবং ৪ নং ওয়ার্ড কমিশনার সামসুদ্দিন শেখ হেলাল এবং লাইট হাউস এর সভাপতি অধ্যাপিকা হাবিবা বেগম এই বিতরন কার্যক্রম উদ্ভোদন করেন।
সম্প্রতি লাইট হাউস সারা দেশের মত বগুড়াতেও করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে, তারই ধারাবাহিকতায় লাইট হাউসের কর্মীরা তাদের এক দিনের বেতনের টাকা প্রদান করে দুইলক্ষ টাকার একটি তহবিল গঠন করে। উক্ত তহবিলের টাকা দিয়ে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন - জহুরুলনগর এবং শেরেবাংলা নগর এলাকার কমিউনিটি পুলিশিং এর সভাপতি মো: রফিকুল ইসলাম, নারীনেত্রী আবে জমজম নাজি শেখ, লাইট হাউস এর সহকারী পরিচালক ফারুক হোসেন, টিমলিডার মো: সালাউদ্দিন প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি