সাপাহারে এতিম শিশুদের জন্য প্রধানমন্ত্রী’র ত্রাণ তহবিল থেকে অর্থ বিতরণ
নওগাঁর সাপাহারে ১৩ টি কওমী মাদরাসায় এতিম শিশুদের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী'র ত্রাণ তহবিল থেকে নগত অর্থ বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বৃহস্পতিবার দুপুরে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার কাজী মুনসুর আলী উপস্থিত থেকে এতিম শিশুদের জন্য মাদ্রাসার প্রধান শিক্ষকের হাতে নগদ ১০ হাজার টাকা করে ১৩ টি মাদ্রাসায় মোট ১ লাখ ৩০ হাজার টাকা বিতরণ করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার ও সকল মাদ্রাসার প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি