বগুড়ায় প্রান্তিক এক কৃষকের পুকুরে বিষ প্রয়োগ ৯ লাখ টাকার ক্ষতি
বগুড়ার সদরে দক্ষিণ ধাওয়াপাড়া এলাকায় পূর্বশক্রতার জের ধরে প্রান্তিক এক কৃষকের তিনটি পুকুরে বিষ প্রয়োগ করার ঘটনা ঘটেছে । এতে করে পুকুরে থাকা বিভিন্ন জাতের মাছ মারা যায়। এতে কৃষকের অন্তত ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করা হয়েছে।
ক্ষতিগ্রস্থ কৃষক আরিফুল জানান, তিনি দির্ঘদিন ধরে এলাকার তিনটি পুকুরে মাছ চাষ করে পরিবার পরিজন নিয়ে দু-মুঠো ডাল-ভাত খেয়ে বেঁচে আছেন। গতকাল বুধবার দিবাগত রাতে কোন এক সময় প্রতি হিংসা করে কে বা কাহারা পুকুরে গ্যাস ট্যাবলেট ও বিষ প্রয়োগ করে। তিনি সকালে এসে দেখেন পুকুরের সব মাছ মরে ভেসে আছে। পুকুরটিতে রুই কাতল মৃগেল গ্লাসকাপ সহ বিভিন্ন জাতের মাছ ছিলো । এঘটনায় তার প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে । তিনি প্রশাসনের কাছে দোষিদের সুষ্ঠ বিচার দাবী করেন ।

অনলাইন ডেস্ক