শিবগঞ্জে ট্রাক চাপায় কিশোর শ্রমিক নিহত
বগুড়ার শিবগঞ্জ উপজেলার চককানু বালুগাড়ী খাদে ট্রাকে বালু উত্তোলনের সময় ট্রাক চাপায় ১ শ্রমিক নিহত। নিহত শ্রমিক রাকিব উপজেলার হরিপুর বাস্ট্যান্ড এলাকার খলিলুর রহমানের ছেলে বলে জানা গেছে।
জানা যায়, বুধবার ভোর ৫টায় চককানু বালু গাড়ী খাদ হইতে ট্রাকে বালু ভর্তি করে ট্রাক ঘটনাস্থল ত্যাগ করার সময় ট্রাকের চাকা ডেবে যায়। এ সময় ট্রাক শ্রমিক রাকিব (১৬) ট্রাকের নিচে ঢুকে চাকার বালু সড়ানো শেষ হলে ট্রাক চালক ট্রাকটি সামনের দিকে নিয়ে যাওয়ার সময় ট্রাক শ্রমিক রাকিব চাপা পড়ে গুরুত্বর আহত হয়। তাকে ঘটনাস্থল থেকে দ্রুত বগুড়া শজিমেকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। বর্তমানে ট্রাকটি থানা হেফাজতে আছে।
এব্যপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনলাইন ডেস্ক