বকেয়া বেতন পেলো হিলি আরনু জুট মিল শ্রমিকরা
বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভের পর দিনাজপুরের হিলি আরনু জুট মিলের বকেয়া বেতন পেলো শ্রমিকরাপ্রসঙ্গ, গত রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টায় বিক্ষুদ্ধ শ্রমিকরা বকেয়া বেতনের দবিতে বিক্ষোভ করেছিলেন। পরে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রমিকদের বরাত দিয়ে এসআই মোহাম্মদ হালিম জানিয়েছিলেন, করোনা ভাইরাসের কারণে গত দেড় মাস ধরে মিলের উৎপাদন বন্ধ রয়েছে। এঅবস্থায় মালিক পক্ষ একবার ত্রাণ দিলেও পরবর্তীতে আর কোন সহায়তা দেননি। কথা ছিলো যতদিন মিলের উৎপাদন বন্ধ থাকবে ততদিন প্রতি সপ্তাহে একদিন করে শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করা হবে। এমনকি বেতনের বকেয়া টাকাও মালিকপক্ষ শ্রমিকদের দিচ্ছেন না। এমতাস্থায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন জুটমিলের শ্রমিকরা। বাধ্য হয়ে তারা বিক্ষোভ শুরু করেন।এসময় তারা পাওনা টাকা বুঝে দিয়ে মিলের কার্যক্রম পুনরায় চালু করার দাবি জানান শ্রমিকরা।
আরনু জুটমিলের ম্যানেজার মিজানুর রহমান বলেছিলেন, আগামী এক সপ্তাহের মধ্যে মিলের কার্যক্রম চালু করা হবে। এবং শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।তারি পেক্ষিতে আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৩ টায় আরনু জুট মিলে সকল শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়।
আরনু জুট মিলের ম্যানেজার মিজানুর রহমান বলেন, মিলের ৭৫০ জন শ্রমিকদের মাঝে এক সপ্তাহের বকেয়া বেতন আজ পরিশোধ করা হয়েছে।
তিনি আরও জানান, আগামী শনিবার থেকে জুট মিল চালু হবে। সব শ্রমিকদের নতুন করে কাজ করার সুযোগ দেওয়া হবে।

হিলি (দিনাজপুর) প্রতিনিধি