শেরপুরে করোনা ও রমজানকে ঘিরে নিত্যপণ্যের বাজারে আগুন
বগুড়ার শেরপুরে মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি ও রমজানকে ঘিরে সব ধরণের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক বেড়েছে।এরইমধ্যে চাল, ডাল, তেল, রকমারি সবজিসহ নানা নিত্যপণ্যের বাজারে যেন আগুন লেগেছে। তবে আদার ঝাঁজ সবচেয়ে বেশি। ফলে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষসহ মধ্য ও নিম্ন আয়ের মানুষ বাড়তি বাজার খরচ গুণতে হিমশিম খাচ্ছেন।আজ বৃহস্পতিবার (৩০এপ্রিল) শহরের স্থানীয় বারোদুয়ারী হাটসহ একাধিক বাজার ঘুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই চিত্র দেখা গেছে। তবে নিত্যপণ্যের দাম বৃদ্ধির জন্য করোনার কারণে পরিবহন সংকটে সব ধরণের পণ্যের পাইকারি সরবরাহ কম থাকায় খুচরা বাজারে দাম বাড়ছে বলে দাবি বিক্রেতাদের। এদিকে রমজানের শুরু থেকেই বাজার নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলেও থামছে না পণ্যমূল্য বৃদ্ধি।
খোঁজ নিয়ে জানা যায়, পর্যাপ্ত মজুদ থাকলেও করোনার অজুহাতে চাহিদা অনুযায়ী পণ্য পাচ্ছেন না-এমন কথা বলে সব ধরণের নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন মুনাফাখোর ব্যবসায়ীরা। তাই খুচরা বাজারে প্রতি কেজি চালের দাম ৫ টাকা থেকে ৮টাকা বেড়েছে। পাশাপাশি দাম বেড়ে প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ২৫০ টাকায়, রসুন ১১০ টাকা, করলা ২০টাকা, শসা ৪০টাকা, পটল ৫০টাকা, পেঁয়াজ ৫০টাকা, আলু ৪০টাকা, বেগুন ৬০টাকা, কাঁচা মরিচ ৮০টাকা, শুকনো মরিচ ৩০০ টাকা, টমেটো ৪০টাকা, বরবটি ৩০ টাকায় বিক্রি হয়েছে। আর বোতলজাত তেলের দামও বেড়েছে। ১০০টাকার স্থলে বিক্রি হচ্ছে ১১০টাকায়। এছাড়া মসলার বাজারও লাগামহীন। প্রতি কেজি জিরা দাম বেড়ে বিক্রি হচ্ছে ৪০০টাকায়, কালো এলাচ ১২০০ টাকা, সাদা এলাচ ৩৩০০টাকা ও লং বিক্রি হচ্ছে ৮০০টাকায়। একইভাবে খুচরা বাজারে প্রতি কেজি চিনি ৬৫টাকা, ছোলা ৭৫ টাকা, মসুর ডাল ১০০ টাকা, খেসারীর ডাল ১০০ টাকা, সোয়াবিল তেল ১১০টাকা, পামঅয়েল ৮৫ টাকা ও মুড়ি ৭০টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তবে মাছ, মাংস ও ডিমের দাম স্বাভাবিক রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পাইকারী ব্যবসায়ী বলেন, রমজান ও করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে চাল-ডালসহ সব ধরণের পণ্যের সরবরাহ কম। তাই পাইকারী ও খুচরা বাজারে সব পণ্যের দামই বেড়ে গেছে। এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ বলেন, করোনার প্রভাবে এবং রমজানকে ঘিরে যেন কোন মুনাফাখোর চক্র বাজার অস্থিতিশীল করতে না পারে সেজন্য বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণে রাখতে মাঠে কাজ করছি। এরপরও কিছু অসাধু ব্যবসায়ী বাড়তি মুনাফার আশায় তৎপর রয়েছেন বলে শোনা যাচ্ছে। খোঁজখবর নিয়ে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারী দেন এই উপজেলা নির্বাহী কর্মকর্তা।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি