জয়পুরহাটে বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ মাদক কারবারি গ্রেপ্তার
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর এলাকা থেকে ৬১০ পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ মোঃ রাসেল (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত রাসেল দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের নুর ইসলামের ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম.এম মোহাইমেনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর এলাকায় জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল মাদক বিরোধী অভিযান চালায়। এসময় নেশা জাতীয় ৬১০ পিচ বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ হাতেনাতে রাসেলকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল অনেকদিন থেকে এই বুপ্রেনরফিন ইঞ্জেকশন অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের কাছে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জয়পুরহাট প্রতিনিধি