বগুড়ায় আইসোলেশনে থাকা এক ব্যক্তির মৃত্যু
বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি (৪৫) মারা গেছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ফুসফুসে নিউমোনিয়ার সংক্রমণসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বৃহস্পতিবার রাত ১২টার দিকে তাঁকে আইসোলেশনে ভর্তি করা হয়। ওই ব্যক্তির বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের হাতিবান্ধা গ্রামে।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ এবং গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নির্দেশনা মোতাবেক নমুনা সংগ্রহের পর আজ দুপুরের দিকে হাসপাতাল চত্বরেই জানাজা শেষে তাঁর লাশ দাফনের জন্য বিশেষ ব্যবস্থায় দুর্গাহাটা গ্রামে পাঠানো হয়।
এ নিয়ে মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় ছয়জন মারা গেলেন। মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনের দায়িত্বে থাকা আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিক আমিন বলেন, আইসোলেশনে মারা যাওয়া ওই রোগী আগে থেকেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হাঁপানি রোগে ভুগছিলেন। উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে বগুড়া শহরের কলোনি এলাকার হেলথসিটি নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা–নিরীক্ষার পর মস্তিষ্কে রক্তক্ষরণ এবং ফুসফুসে নিউমোনিয়ার সংক্রমণ ধরা পড়ে। অবস্থার অবনতি হলে গতকাল রাত ১২টার দিকে তাঁকে মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে আসার পর আইসোলেশনে ভর্তি করা হয়। আজ সকাল ১০টার দিকে তিনি মারা যান।
পরে আইইডিসিআরের নির্দেশনা মোতাবেক তাঁর নমুনা সংগ্রহ করে করোনার উপস্থিতি পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না, তা প্রতিবেদন আসার পর নিশ্চিত হওয়া যাবে।

অনলাইন ডেস্ক