এনডিএফ বিডি রাজশাহী জোন ভার্চুয়াল ডিবেট চ্যাম্পিয়নশিপ শুরু
বাংলাদেশের বিতর্ক আন্দোলনের সর্ববৃহৎ কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) এর রাজশাহী জোনের আয়োজনে প্রথমবারের মত শুরু হয়েছে ভার্চুয়াল ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০২০।
সংসদীয় ধারার এই প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের আট জেলা থেকে মোট ১০ দল অংশ নিয়েছে।রোববার বিকাল ৩টায় সংগঠনের চেয়ারম্যান একেএম শোয়েবের নির্দেশনায় এই প্রতিযোগিতার উদ্বোধন করেন মহাসচিব তামজিদ হাসান পাপুল। এসময় ভার্চুয়ালে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির আবু আউয়াল সরদার, আফসান আক্তার, আশিকুর রহমান আকাশ, নাজমুস নাফিস খান দীপ্ত, মাসুদ পারভেজ অভি, অরুপ রতন শীল, মাহবুব হাসান রিপন, সুলতানা পারভীন, সাবরিনা জেরিন, রিজভী আহমেদ, মেহেরুন্নেসা ইতি ও আরমানী তরফদার।
আয়োজকেরা জানান, এনডিএফ বিডি মনে করে, করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই। এমতাবস্থায় রাজশাহী জোনের মেধাবী বিতার্কিকদের অংশগ্রহণে কোভিড-১৯ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও বিতর্ক শিল্পের যাত্রাকে এগিয়ে নিতেইবেই ভার্চুয়াল বিতর্ক প্রতিযোগিতার উদ্যোগ গ্রহণ করেছে।

ষ্টাফ রিপোর্টার