নীলফামারীর কিশোরগঞ্জে সোনালী ব্যাংক লিঃ এর নতুন স্থানে কার্যক্রম উদ্বোধন
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সোনালী ব্যাংক লিমিটেড শাখাটি আজ রবিবার স্থানান্তর করা হয়েছে। ব্যাংকটির নতুন স্থানে কার্যক্রম ফিতা কেটে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ আবুল কালাম বারী পাইলট।
সোনালী ব্যাংক লিঃ এর আঞ্চলিক কার্যালয় নীলফামারীর এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আতাহারুল ইসলামের সভাপতিত্বে এতে সম্মানিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম হারুন অর রশিদ, কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুল ইসলাম (আনিছ)। এতে গ্রাহকদের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রশিদুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও এমপি প্রতিনিধি রেজাউল আলম স্বপন, বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফজলার রহমান প্রমুখ।
মোনাজাতের মাধ্যমে উদ্বোধন কার্যক্রম সমাপ্ত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনালী ব্যাংক লিঃ কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুল্লাহ হিল বাকী। আগে ব্যাংকটি ছিল সিনেমা হল সংলগ্ন, আর নতুন জায়গা হল মেডিকেল মোড়ে।

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি