ধান মাড়াই করতে দেরি হওয়ায় মারপিট
বগুড়ার শাজাহানপুর উপজেলার পারতেখুর গ্রামে মেশিনে ধান মাড়াই করতে দেরি হওয়ায় ফজলুল হক (৪২) নামে মেশিন মালিককে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার সকালে ফজলুল হক বাদি হয়ে শাজাহানপুর থানায় এই অভিযোগ করেন। ফজলুল হক বগুড়ার নন্দিগ্রাম উপজেলার ধুন্দার ঘাষপাড়ার মৃত মমতাজ উদ্দিনের পুত্র।
ফজলুল হক জানান, প্রায় প্রতি বছর তিনি এই এলাকায় পাড়ায় পাড়ায় মেশিনে ধান মাড়াইয়ের কাজ করেন। উপজেলার পারতেখুর পূর্বপাড়ার তারু মুন্সির পুত্র তাজিনুর রহমান (৪০) ধান মাড়াইয়ের কথা বলেন। মঙ্গলবার বিকেলে পারতেখুর সরদারপাড়ার রায়হান নামে এক ব্যক্তির বাড়িতে ধান মাড়াই করছিলেন। এমন সময় তাজিনুর এসে ক্ষিপ্ত হয়ে বলেন তার ধান মাড়াই না করে অন্যের ধান মাড়াই করছিস কেন। এই বলে এলোপাথারি মারপিট শুরু করে এবং এই এলাকায় তাকে ধান মাড়াই করতে দেবে না বলে তাজিনুর বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখায়। এসময় স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে তিনি স্থানীয় ভাবে চিকিৎসা নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে তাজিনুরের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দীন জানান, অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি