পোরশায় আড়াই শতাধিক মসজিদে নগদ অর্থ প্রদান
নওগাঁর পোরশায় নগদ অর্থ হিসেবে ৫ হাজার টাকা করে ২৭৯ টি মসজিদের মসজিদ কমিটির হাতে তুলে দেওয়া হয় | মসজিদের আর্থিক অস্বচ্ছলতা দূরীকরণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত নগদ অর্থ সংশ্লিষ্ট মসজিদ কমিটির নিকট হস্তান্তর করা হয়।
শনিবার দুপুরে উপজেলার নিতপুর স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহি অফিসার নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে স্থানীয় সাংসদ ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি মোবাইল ফোনের মাধ্যমে অডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন|
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা |
এসময় উপজেলার ২৭৯ টি মসজিদের প্রত্যেকটিতে নগদ ৫ হাজার টাকা করে মোট ১৩,৯৫,০০০(তের লক্ষ পঁচানব্বই হাজার ) টাকা প্রদান করা হয়।

অনলাইন ডেস্ক