ঈদের সামগ্রী বাড়ি বাড়ি পৌছে দিচ্ছেন মেয়র চলন্ত
আর মাত্র একদিন বাঁকি পবিত্র ঈদ- উল ফিতর। মানুষের সাথে সুখ আর দুঃখ ভাগাভাগি করতে দিনাজপুর হাকিমপুর (হিলি) পৌর এলাকার ৭৫০০ হাজার পরিবারের বাড়ি বাড়ি নিজ উদ্যেগে ঈদ উপহার পৌছে দিচ্ছেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।আজ শনি (২৩ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর এলাকার ৯টি ওয়ার্ডে পর্যাক্রমে এ সব উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রী নিজ বাড়ি বাড়ি পৌছেদেন পরে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের হাতে ঈদ উপহার তুলে দেন মেয়র।
মেয়র জামিল হোসেন চলন বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী করোনা পরিস্থিতির শুরু থেকে কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে। সামনে মুসলমানদের পবিত্র ঈদুল ফিতর। এ আনন্দ সকলে যেন ভোগ করতে পারে সেজন্য আমি আমার পৌর এলাকার করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়ে ধনী গরীব সকল পরিবারকে ঈদের সামগ্রী বিতরণ করছি।

হিলি (দিনাজপুর) প্রতিনিধি