কাহালুতে ঈদের নামাজের জামাত মসজিদে আদায় করার আহবান জানালেন ওসি
মহামারি করোনার প্রাদুর্ভাবে বগুড়ার কাহালু পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঈদগাহ মাঠ বা উন্মুক্ত স্থানে ঈদ উল ফিতরের নামাজের জামাত না করে তার পরিবর্তে নিকটস্থ মসজিদে শারীরিক দুরত্ব বজায় রেখে নামাজের জামাত আদায় করার জন্য আহবান জানিয়েছেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম।
কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম জানান, মহামারি করোনার প্রাদুর্ভাবে এবং ধর্মপ্রাণ মুসল্লীগণের জীবনের ঝুঁকি বিবেচনা করে এ বছর ঈদের নামাজের জামাত ঈদগাহ মাঠ বা উন্মুক্ত স্থানে না করে তার পরিবর্তে নিকটস্থ মসজিদে শারীরিক দুরত্ব বজায় রেখে নামাজের জামাত আদায়ের দিক-নির্দেশনা দিয়েছেন সরকার। তিনি আরও বলেন, প্রয়োজনে একই মসজিদে একাধিক নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

কাহালু (বগুড়া) প্রতিনিধি