সৈয়দপুরে দু শ’ দুস্থ মানুষ পেলেন ছাত্রলীগ নেতা শুভ শেখের ঈদ উপহার
চলমান বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন অসহায়, দুস্থ ও গরীব মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন নীলফামারীর সৈয়দপুর উপজেলা ছাত্রলীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমান জেলা ছাত্রলীগের সদস্য শহিদুজ্জামান শুভ শেখ। তিনি ব্যক্তিগত উদ্যোগে গত শনিবার সৈয়দপুর শহরে নিয়ামতপুর আদানীর মোড় এলাকায় দুই শত পরিবারে মাঝে ওই ঈদ উপহার বিতরণ করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. আখতার হোসেন বাদল।
বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মো. মহসিনুল হক মহসিন, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার এ. কে. এম রাশেদুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আজম আলী সরকার, কামারপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. জিকো আহমেদ।
এ সময় নীলফামারীর সৈয়দপুর উপজেলা ছাত্রলীগ সাবেক যুগ্ম -সাধারণ সম্পাদক এবং বর্তমান জেলা ছাত্রলীগের সদস্য শহিদুজ্জামান শুভ শেখ, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুনসহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ওই দিন ছাত্র লীগ নেতা শহিদুজ্জামান শুভ শেখ এর পক্ষ থেকে অসহায় দুস্থদের মাঝে সেমাই, চিনি ও গুঁড়ো দুধ বিতরণ করা হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি