সাপাহারে স্ত্রী’র মাথার চুল কেটে ফেলায় স্বামী গ্রেফতার
নওগাঁ সাপাহারে স্বামীর কু-প্রস্তাবে রাজি না হওয়ায় জেসমিন (৩৩) নামে এক গৃহবধুকে যৌতুক সহ নানা অযুহাতে শারিরিক ও মানসিক ভাবে নির্যাতন চালিয়ে মাথার সমস্ত চুল কেটে ফেলায় পাষন্ড স্বামী রফিকুলকে আটক করেছে সাপাহার থানা পুলিশ।
থানা সুত্রে জানাগেছে, গত বুধবার মেয়ের বাবা নূরল ইসলাম এর নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা রুজু হওয়ার পরে নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া’র নির্দেশে,সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই নিউটন’র নের্তৃত্বে এস আই নয়ন কুমার কর,এস আই ইমরান, এস আই ফারুক সহ সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার রাত ভর অভিযান চালিয়ে শুক্রবার ভোর ৫টার সময় পত্নীতলা উপজেলাধীন আসামীর বোনের বাড়ি থেকে রফিকুলকে আটক করে সাপাহার থানায় আনা হয়।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই নিউটন আরো জানান- মামলা হওয়ার ১দিনের ব্যবধানে আসামীকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি এবং তিনি আরো জানান আসামী রফিকুলের এটি তার চতুর্থ নং স্ত্রী। আটক রফিকুল উপজেলার হাপানিয়া গ্রামের হোসেন আলীর ছেলে বলে জানা গেছে।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি