পঞ্চগড়ে করোনায় আক্রান্ত বৃদ্ধের মৃত্যু
পঞ্চগড়ে করোনা আক্রান্ত হয়ে ৮৫ বছর বয়সের এক বৃদ্ধ মারা গেছেন। শুক্রবার ভোর রাতে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের সুরুজ আলী নামের ওই বৃদ্ধ মারা যান। এনিয়ে জেলায় দুইজন কভিড ১৯ রোগীর মৃত্যু হলো। শুক্রবার সকালে সিভিল সার্জন ডা ফজলুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, তিনি ১২ মে ঢাকা থেকে বাড়ি ফিরেন। ১৬ মে তাঁর নমুনা সংগ্রহ করে পরীার জন্য পাঠানো হয়। ১৯ মে তাঁর করোনা সনাক্ত হয়। ৮৫ বছরের ওই বৃদ্ধ আগে থেকেই প্যারালাইসিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি বাড়িতেই স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে আইসোলশনে ছিলেন।
সিভিল সার্জন ডা ফজলুর রহমান বলেন, সর্বশেষ মারা যাওয়া ৮৫ বছরের বৃদ্ধ আগে থেকেই প্যারালাইজড ছিলেন। এছাড়া তার এজমা ও শ্বাসকষ্টজনিত রোগও ছিল। স্বাস্থ্যবিধি মেনে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত এক হাজার ৮ জনের নমূনা পরীা করে ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১০ জন সুস্থ হয়েছেন এবং দুইজন মারা গেছেন।

পঞ্চগড় প্রতিনিধি