করোনা ভাইরাসে কর্মহীন মানুষের পাশে ইউপি সদস্য আঃ মোত্তালেব
বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়ন জাতীয় পর্টির সভাপতি ও একটানা ৬ বার নির্বাচিত ইউপি সদস্য আ: মোত্তালেব সাধারণ মানুষের পাশে থেকে তাদের সুখ দু:খের সাথী হয়ে আছেন। বর্তমান সংকট সময়ে করোনা ভাইরাসের কারণে অত্র এলাকার হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে থাকার কারণে তাদের পাশে এলাকার ধনী ব্যক্তি, জন প্রতিনিধি এগিয়ে না এলেও তিনি তাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে তাদের কে সাহায্যে সহযোগীতা করে যাচ্ছেন।
তিনি ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত ত্রাণের পাশাপাশি জেলা পরিষদ থেকে প্রাপ্ত ত্রাণ তার স্ত্রী নিয়ে ৪ শতাধিক ব্যক্তির মধ্যে বন্টন করেছেন। শিবগঞ্জ এলাকার মাটি মানুষের জনপ্রিয় নেতা সংসদ সদস্য আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহর পক্ষ থেকে ৫ শতাধিক মানুষের মধ্যে চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। শুধু তাই নয় তিনি ব্যক্তিগত ভাবে গত ২ মাসে এক হাজার কর্মহীন পরিবারের মধ্যে ২ টন চাল কিনে বন্টন করেছেন। পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে তিনি এলাকার মানুষের মধ্যে ঈদ সামগ্রী সহ অর্থনৈতিক ভাবে সহযোগিতা করেছেন এবং তার সাধ্যমত এ সহযোগিতা অব্যহত রেখেছেন।
তিনি একটানা ৩০ বছর ধরে ইউপি সদস্য হিসাবে এলাকার মানুষের পাশে থেকে তাদের সুখ-দুখের সাথী হয়ে আছেন। এ অবস্থায় তিনি এবার সাধারন মানুষের দাবীর কারণে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য প্রস্ততি নিয়েছেন। আর এ কারণেই এলাকার কিছু ব্যক্তি তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। তার কোন সত্যতা বা ভিত্তি নেই। গত ২দিন পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম এ ইউপি সদস্য আ: মোত্তালেব খুটির জোড় কোথায় শিরোনামে একটি বিভ্রান্তিমূলক খবর প্রকাশ করা হয়েছে। আঃ মোত্তালেব বলেন আমার খুটির জোড় হচ্ছে আমার এলাকার সাধারণ মানুষ এবং তাদের অফুরন্ত ভালোবাসা। তাদের এই ভালোবাসার কারণে ৩০ বছর ধরে সুনামের সঙ্গে ইউপি সদস্য হিসাবে দায়িত্ব পালন করে আসছি।
খবরে উল্লেখ করা হয়েছে সোনাতলা থানার মধ্যে ২০ বস্তা চাল আটক করা হয়েছে। সেই চালগুলো নাকি আমার এলাকার খাদ্য বান্ধব কর্মসুচির অর্থাৎ ১০ টাকা কেজি দরের চাল। অথচ কোন প্রকার প্রমাণ ছাড়াই এই চাল নিয়ে আমার ও আমার ছেলের নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আমার ছেলে মামুন এই চালের ডিলার। বর্তমানে ১০ টাকা কেজি চাল বিতরনের সময় উপজেলা থেকে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত থেকে এই চাল বিতরণ করেন। সেখানে ১ কেজি চাল ও আত্মসাৎ করার কোন সুযোগ নেই। আমি যখন এই কর্মহীন মানুষের জন্য ২ টন চাল কিনে তাদের মধ্যে বিতরণ করছি। সেই সময় ২০ বস্তা চাল কে কোথায় আটক করেছে। তা নিয়ে আমার নাম দিয়ে খবর প্রকাশ করা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না। বর্তমান সময়ে অপপ্রচার না করে কর্মহীন হয়ে থাকা মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি