পঞ্চগড়ে প্রায় ৬শ মসজিদে অনুদান বিতরণ
করোনাকালে ইমাম ও মুয়াজ্জিনদের প্রধানমন্ত্রীর সহায়তা হিসেবে পঞ্চগড় সদর উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভার ৫শ ৮৯টি মসজিদের প্রতিটিতে পাঁচ হাজার টাকা করে অনুদান বিতরণ করা হয়েছে।
রোববার সকালে সদর উপজেলা পরিষদ মাঠে মসজিদ কমিটির সভাপতির হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক হস্তান্তর করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম। সদর উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক।

পঞ্চগড় প্রতিনিধি