আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে ৪ বছরের এক কন্যা শিশু মারা গেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার সন্ধ্যায় উপজেলার মদনডাঙ্গা গ্রামে।
জানা যায়, ওই গ্রামের রানা সরদারের একমাত্র কন্যা সন্তান জান্নাতুল ফেরদৌস (৪) গত শনিবার বিকেলে মায়ের অজান্তে বাড়ির বাইরে চলে যায়।
তাকে অনেক খোঁজাখুজি করে পাওয়া যাচ্ছিলনা। পরে সন্ধ্যা ৭ টার দিকে বাড়ি সংলগ্ন ডোবাতে তার লাশ ভেসে উঠে। একমাত্র সন্তানের এ মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :