এসএসসিতে প্রত্যাশিত ফল না হওয়ায় ছাত্রের আত্মহত্যা
ঝিনাইদহের মহেশপুরে এসএসসি পরীক্ষায় প্রত্যাশিত ফল না হওয়ায় পিয়ারুল ইসলাম নামে এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।রোববার দুপুরে সাহাবাজপুর নিজ গ্রামের মাঠে একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পিয়ারুল উপজেলার খালিশপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ও সাহাবাজপুর গ্রামের ঝন্টু মিয়ার ছেলে ।মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খাঁন জানান, ২০২০ সালের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে রোববার প্রকাশিত ফলাফলে ২.৭৮ পয়েন্ট অর্জন করে। এতে তার মন খারাপ হয়। এরপর পিয়ারুল গ্রামের মাঠের মধ্যে গিয়ে সবার অগোচরে একটি গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।