হরিপুরে এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় ফেল করায় লিমা আক্তার (১৬) নামে এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার বিকালে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মংলা।
লিমা হরিপুর উপজেলার ৫ নং হরিপুর সদর ইউনিয়নের তিনুয়া গ্রামের জহিরুল ইসলামের মেয়ে এবং হরিপুর দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলো। দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে হরিপুর দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে লিমা এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো।লিমার বাবা জহিরুল ইসলাম বলেন, ধান কর্তন করার জন্য রবিবার সকালে আমিসহ আমার স্ত্রী মাঠে যায়। এরপর দুপুর ১টার দিকে বাড়ি থেকে খবর আসে আমার মেয়ে লিমা গলায় ফাঁস অবস্থায় ঝুলে আছে। সঙ্গে সঙ্গে মাঠ থেকে বাসায় আসি। এরপর লিমার গলা থেকে ফাস খুলে হরিপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার কবিরুল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

অনলাইন ডেস্ক